কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের ২০১৪/২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনাটি বাংড়া ইউনিয়ন পরিষদ ও পি আর পি-২ কালিহাতী আযোজনে গত ২৯এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জানাযায়, কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের ২০১৪/২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহা.রফিকুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন এল এমসি ও পিআরপি-২ প্রকল্প পরিচালক হাজী মোহা.আমিনুর রহমান খান ও এল এমসি ও পিআরপি-২ প্রকল্প উপ পরিচালক ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার ও বাংড়া ইউনিয়ন সমন্বয়ক ইউডিও,পিআরডিপি-২ এর সদস্য সচিব আরিফা খাতুন, খিলদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন ভৌমিক ,ইউনিয়ন পরিষদের মেম্বার গন ,বিভিন্ন পেশাজীবীর লোকজন এ বাজেটে যোগদেন। পরে ২০১৪/২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ৫৫,৫৬,৫২৩/-টাকা সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস