১৯৫৮ সালে সামরিক শাসন জারী করে আইয়ুব খাঁন প্রেসিডেন্ট হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করে। তার ক্ষমতাকে স্থায়ী করার লক্ষ্যে বিভিন্ন অর্ডিনেন্স জারি করে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সেই সময়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভেঙ্গে নতুন কিছু ইউনিয়ন পরিষদ গঠন করার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে কালিহাতী সাবেক ইউনিয়ন পরিষদ এবং এলেঙ্গা ইউনিয়ন পরিষদ ভেঙ্গে বাংড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে বাংড়া ইউনিয়ন পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেয়। সেই অর্ডিনেন্স মোতাবেক ১৯৬০ সালে নবগঠিত বাংড়া ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস